১৮ অক্টোবর (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কমলনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯ তম জন্ম বার্ষিকী ও শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালন করা হয় ।.
উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকতা আবদুল কুদ্দুছ সাহেবের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি।.
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান, সহকারী কমিশনার (ভূমি) ফৈদাউস আরা বেগম। আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর সহ প্রমুখ। .
শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। এতে হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমি ( উচ্চ বিদ্যালয় ) এর নবম শ্রেণির শিক্ষার্থী 'আবদুল হাই সাজিম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এ প্রথম স্থান এবং কুইজ প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করে।. .
ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ (লক্ষীপুর জেলা প্রতিনিধি):
আপনার মতামত লিখুন: